শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

কেন এই প্রত্যাখ্যান

 কেন এই প্রত্যাখ্যান

*****************
এড়িয়ে যাবে বলে ঠিকানা দিয়েছিলে ভুল।
তাতে আমি বিচলিত নই একচুল।
একসময় তোমার কিছু প্রশ্রয় ছিলো।
তার কারণে এই মন তোমাতে হারালো।
তোমার মধ্যে কিছুটা আশ্রয়ও ছিলো।
আমার আশাগুলো সেথা বাসা বাঁধলো।
হঠাৎ অলীকের পথে হাত বাড়ালে,
নিষ্পাপ তুমি কিছুটা লোভী হয়ে গেলে।
হঠাৎ আঘাতে বেশ উশৃংখল হলাম।
অকারণ কিছু ঝামেলাও জড়ালাম।
জানতে সাধ হয় কেন এই প্রত্যাখ্যান
দরিদ্র বলেই কি এই চরম অপমান?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন