একলা থাকি একলা জাগি মনটা ছুটে যায়।
মা গো তুমি কোথায় গেলে? কোন অজানায়?
তোমায় ছাড়া ঘুম আসেনা। ভয় লাগে মনে,
বুকটা কেবল হাহা করে গভীর সঙ্গোপনে।
রাত্রি গুলো তোমায় ছাড়া অসীম অন্ধকার?
মাগো তুমি প্রতিটা সময় একান্ত আপনার।
বোঝার আগে দেখলাম আমি তোমার নিথর দেহ।
আর ফিরবে না সে কথাটা, জানায়নিতো কেহ।
ফিরবে আবার ভাবলাম আমি, তোমার ছোট্ট খোকা।
সান্তনা দিলো ,সকলে বলল, কাঁদিস কেন বোকা।
কাঁদিনি আমি। আশায় ছিলাম। তুমি ফিরবে আবার।
কোলে চড়ে আদর খাবো লোভ ধরাবো সবার।
ফিরলে না কেন? অভিমান? কি করেছি আমি?
তুমি না আমার ছোট্ট মেয়ে ?রাখো তো পাগলামী।
বাতাস বহে দুর শনশন ,ওরে বাতাস শোন।
খোঁজ নিয়ে জানাস তো ,মা! আছে গো কেমন?
মেঘ তুমি ছুটে ছুটে চলো, লক্ষ পারাপার।
আনতে পারবে ফিরিয়ে তুমি মাকে আমার?
চাঁদ তুমি মামা হও ,মা কিন্তু বলেছিলো।
কোথায় আছে মাগো আমার? তোমায় জানালো?
কেন কথা বলছো না কেউ তাহলে কি ঠিক!
মা কি সত্যি হারিয়ে ফেলেছে ,আমার পথের দিক?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন