[১]
আযানের মধুর সুরে
ভোর বিহানে
লোকালয় জেগে ওঠে
ঐক্যতানে।।
[২]
আল্লাহর ইবাদতে এসো
করি জীবন পার
তিনি মহান তিনি প্রভূ,
মহিমা অপার।।
[৩]
মুসলিমের চরিত্রে থাকবে
আল্লাহ তায়ালার ভয়
ইমান সালাত যাকাত সাওম হজ্বকে
দ্বীন ইসলামের ভিত্তি কয়।।
[৪]
অবাধ্যতার কারণে আযাযিল
হলো শয়তান
তার ধোকায় পড়ে মুমিন
হারিয়ো না ইমান।।
[৫]
আন্তরিক ইবাদতে আল্লাহ
অত্যন্ত খুশি হন
সব গুনাহ মাফ করেন
আল্লাহ মহান।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন