মঙ্গলবার, ১২ মে, ২০২০

প্রিয়তমা প্রেমিকা এবং তার সুতীব্র ভালোবাসার ঘ্রাণ

ইরানী গোলাপগুলো যখন স্নানের জল হয়ে আমার শরীরের প্রতিটি বিন্দু ছুয়ে ছুয়ে যায়

দিনশেষে তোমার ভালোবাসা তখন আমার নিশ্বাসের প্রান্ত বেয়ে গড়িয়ে পড়ে ছড়িয়ে যায় ,ঘরের প্রতিটি কোনায় কোনায়


যখন গভীর রাত আমাদের একসাথে রেখে ,তীব্র মিতালীতে মিশ্রিত করে তখন ....।

তখন সারাদিনের যত হতাশা না পাওয়ার বেদনা ,ঘুম হয়ে ঝরে পড়ে পৃথিবীতে   

লাল নীলস্বপ্নগুলো ছায়ার মত চোখের পর্দায় আসে আর যায়  , আসে আর যায়

দুঃখের স্বপ্ন ,কষ্টের স্বপ্ন....অনন্ত আশা নিরাশার স্বপ্ন , সুখের ও আনন্দের স্বপ্ন যত

বিগত ভালোবাসার যত পাওয়া না পাওয়ার বেদনারা।সব ভীড় করে আসে........  

প্রতি মুহূর্তের লালিত ভালোবাসা,

            যখন থেকে তুমি জুড়েছো

           তোমার সাথে আমার হৃদয়

           চিরস্থায়ী এবং মূল্যবান

            ভালবাসার বাঁধনে ...........।        

তা কেমন যেন সুখদুঃখের মিশ্রণে অন্য মাত্রা পায়। 

আর আমি এখন আর তোমায় ছাড়া একমুহুর্ত ভাবতেই পারি না 

তোমার ভালোবাসার ফিল্টার করা আলো স্ফটিকের  মতো আমার শিরা উপশিরা প্রদক্ষিণ করে অনবরত এবং অনবরত ।

আমি তোমার প্রেমে মগ্ন হয়ে উপভোগ করি ,উপভোগ করি ,আর উপভোগ করি তোমার সুতীব্র ভালোবাসার ঘ্রাণ।   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন