বুধবার, ১৩ মে, ২০২০

সারমেয়

রাত দিন ছুটোছুটি
এ বাড়ি ও বাড়ি
কখনো লাঠির তাড়া
কখনোবা ফাও ঝাড়ি।।
নানান বর্ণের সাদা কালো
কুকুরের দলসব
ছ্যাঁচড়ামো করে খেয়ে
টহল দেয় রাত ভোর।।
ভেউ ভেউ ঘেউ ঘেউ
হাকডাক জোর তার
রাত দুপুরে আগন্তক
দেখলেই মার মার ।।
মানুষের উপকারে
কত একনিষ্ট
লাথি ঝাঁটা খেয়ে তবু
ভাবে না তো কষ্ট।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন