মেঘের উপর মেঘ জমেছে
আকাশ ঘন কালো ।
রিমঝিমঝিম বৃষ্টি ঝরছে
মনটা নেইকো ভালো ।।
খোলা জানালায় দাড়িয়ে একা
বাড়িয়ে দিয়েছি হাত ।
বৃষ্টির ফোঁটার স্পর্শে শিহরণ ,
মধ্য গভীর রাত ।
ঘুম হারিয়েছে সেই সে কবে
যেদিন গিয়েছো চলে ।
এত সহজে স্বপ্নের দিনগুলি
কিভাবে গেলে ভুলে ।
ভাবিনি অনেকদিন তোমার কথা
ভাবতে চাইনা আর।
তবু তুমি ফিরে আসো মনে
লক্ষ হাজার বার ।।
কি দেইনি তোমায় প্রিয়
ছোট্ট এই জীবনে।
শপথ করেছিলে তুমি
ছাড়বে না হাত মরণে ।।
সব মিথ্যে ,মিথ্যে সব ই
জীবন মানেই কি ভূল ?
সূযোগ নিয়ে উপড়ে ফেললে
সব বিশ্বাসের মূল ।
এখন আমি বিশ্বাস করি
তুমি ছলনাময়ী ।
নিজের স্বার্থে যে কোনো প্রকারে
তুমি হতে চাও জয়ী ।।
ভালো রয়েছো হয়তো তুমি
ভালো নেইকো আমি ,
একা একা কাটে প্রতি ক্ষন
প্রত্যেক দিবসযামী ।।
আকাশ ঘন কালো ।
রিমঝিমঝিম বৃষ্টি ঝরছে
মনটা নেইকো ভালো ।।
খোলা জানালায় দাড়িয়ে একা
বাড়িয়ে দিয়েছি হাত ।
বৃষ্টির ফোঁটার স্পর্শে শিহরণ ,
মধ্য গভীর রাত ।
ঘুম হারিয়েছে সেই সে কবে
যেদিন গিয়েছো চলে ।
এত সহজে স্বপ্নের দিনগুলি
কিভাবে গেলে ভুলে ।
ভাবিনি অনেকদিন তোমার কথা
ভাবতে চাইনা আর।
তবু তুমি ফিরে আসো মনে
লক্ষ হাজার বার ।।
কি দেইনি তোমায় প্রিয়
ছোট্ট এই জীবনে।
শপথ করেছিলে তুমি
ছাড়বে না হাত মরণে ।।
সব মিথ্যে ,মিথ্যে সব ই
জীবন মানেই কি ভূল ?
সূযোগ নিয়ে উপড়ে ফেললে
সব বিশ্বাসের মূল ।
এখন আমি বিশ্বাস করি
তুমি ছলনাময়ী ।
নিজের স্বার্থে যে কোনো প্রকারে
তুমি হতে চাও জয়ী ।।
ভালো রয়েছো হয়তো তুমি
ভালো নেইকো আমি ,
একা একা কাটে প্রতি ক্ষন
প্রত্যেক দিবসযামী ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন