সোমবার, ১১ মে, ২০২০

কবিতাঃ ত্রয়ী

চলো একদিন
চলো একদিন দূরে কোথাও দুজনে হারিয়ে যাই,
যেথায় শুধু তুমি আমি আর কেউ নাই।।
হাঁটবো দুজন কাশের বনে …..।
একলা হব নীল নির্জনে।
দেখবো দুজন মেঘের খেলা উদাস দুপুরে
ছন্দ সেথায় তুলবে সুর তোমার নূপুরে।।
প্রিয় মানুষ
চোখ ছলছল জল ছুঁই ছুঁই হৃদয় উতলা
প্রিয় মানুষের প্রিয় স্পর্শে সব দুঃখ যায় ভোলা।
আপনলোক ব্যাথা দিলে জ্বলে ভেজে চোখ,
ভালোবেসে ধরলে হাত দৃষ্টি অপলক।।
সবার আগে পরিবার কাছের আপনজন
সুখদুঃখের সান্নিধ্যে ভরে ওঠে মন।
সারাদিনের কর্মব্যস্ততা কঠিন পাথর সময়,
ছড়িয়ে ছিটিয়ে থাকা ভালোবাসা সন্ধ্যাতে এক হয় ।
নয়ন বান
চোখের তারায় কিসের ঝিলিক ?
কিসের চমক রূপের বানে !
সর্বদাই দোলায় মন,
সুর খেলে যায় আমার গানে।
সেই সুরেতে তুমি যে তাল,
আমি গানের কথামালা।
শব্দের তুলিতে যেন
শৈল্পিক বর্ণমালা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন