শুক্রবার, ১৫ মে, ২০২০

কয়েকটি কবিতা

মেঘ প্রকৃতি ও জল বিষয়ক কাব্য 

আকুতি
শূন্য আকাশে চাতক পাখি 
উড়িতে উড়িতে কয়
মেঘ তুমি একত্রিত হয়ে 
ভেজাও বরষায়।।
অভিব্যক্তি
তীব্র দহনে পোড়ে প্রকৃতি
মানুষ ও গাছপালা
আশার ছলনে ভোলায় কেবলি
দুষ্টু মেঘমালা।।
প্রশ্ন
মেঘ তুমি দখিনা বাতাসে 
ভেসে এলে বটে
বৃষ্টি কেন নিয়ে এলে না 
এই ধরনী তটে?
কারণ
বন উজাড়,বৃক্ষ সাবাড়
কত না অনিয়ম অনাচার।
প্রকৃতি আজ রুদ্র কেবলি
এতো তারই উল্লাস উপহার।
অভিমান
মেঘ আসে মেঘ চলে যায়
বৃষ্টির নাই দেখা
মেঘ মালা কি করে ঝরিবে ?
কার আকর্ষণে ঝরিবে?
কোথায় ,কোথায় তার সখা?
উপলব্ধি
সারা পৃথিবীতে আজ নির্বিচারে
সমানে বৃক্ষ নিধন
প্রকৃতি তাই রুষ্ট যে হায়
খরা যে তার প্রতিফলন।
ফলাফল
প্রযুক্তি হয়তো বিকল্প ভাবনায়
সাময়িক সুখ দেয়
কালে কালে এর প্রতিফলন 
মহা বিপর্যয়ে রূপ নেয়।
জলহীন পৃথিবী ,আসিতেছে সময়
কঠিন বাস্তবতা
জল চাই জল, পানীয় জল
সবিনয় আকুলতা
********************************************************
.

খোকার ইচ্ছে 

পাঠ্যবই খুলে দেখি 
অক্ষর গুলো ভারি ভারি
পাতায় পাতায় জমে আছে
ছবি রকমারি।।

পড়া লেখা এত ঝামেলা 
কে জানে কার সৃষ্টি?
পাঠে আমার মন বসে না
অনত্র যায় দৃষ্টি।।

বাতাস কেন দিচ্ছে হাওয়া
শনশন আওয়াজে ?
আকাশ কেন ভারী হয়
মেঘ গুড়গুড় বাজে?

সাঝ আকাশে চাঁদ ওঠে
সূ্‌র্য কোথায় হারায়?
জোনাক পোকা আঁধারেতে 
কোথায় আলো পায়?

হতো ভালো ইচ্ছে মতো
খেলতাম আর ঘুরতাম
মা বলে,"কেন বুঝিস না
লেখা পড়ার দাম"?

ধনসম্পদ টাকা পয়সা
গয়না বাড়ি গাড়ি
হারিয়ে যাবে এক নিমেষে
প্রমান ভুরি ভুরি।।

লেখা পড়া বিদ্যা বুদ্ধি 
অমূল্য সম্পদ
সব হারালেও বিদ্যা তোমার
জন্য নিরাপদ।  
**************************************************************************

তোমার আমার বসন্তদিনে   

বসন্তদিনে এসেছিলে তুমি
অনেকটা ভালবাসা নিয়ে
সাহস করিনি মূল্য দেইনি
ভুল করেছি ফিরায়ে দিয়ে।।

জীবন ছিলো আঁধার কালো
তুমি ছড়াতে চেয়েছিলে আলো,
বন্ধু তুমি কেমন আছো ?
নিশ্চয় অনেক ভালো।।

পথ চলার এই জীবনের বাঁকে
শত শত ভুলের পংতিমালা
সময়ের প্রয়োজনে গড়িয়েছে
হাজার বেদনা অশ্রু জ্বালা ।।

ভুলে গেছি মুখ ,তবু লাগে সুখ
এখনো রেখেছি মনে তারে,
জীবন বদলায়, সময় বদলায়
স্মৃতি কভূ ভোলেনারে।। 
********************************

অনুতাপ  

অম্লমধুর জীবন আমার
সুখদুঃখ সাথী,
জটিল অঙ্কের গোলক ধাঁধায় 
কাটলো দিবস রাতি ।।

সুখের পেছনে ছুটতে গিয়ে
দুঃখ শুধু পেলাম 
ফুলের বাগিচায় ফুলের বদলে
কাঁটা বেছে নিলাম ।।

জীবন সায়াহ্নে এই অবেলায় 
হিসাব মেলাতে গিয়ে দেখি
অঙ্ক যত সব ই ভূল
আরো হিসাব রয়েছে বাকি ।।

বারেবারে মনে হয় যদি
একটু সময় পেতাম
শত সহস্র ভূল গুলো সব 
শুধরে নিতাম ।।

ভাবতে ভাবতে চেয়ে দেখি
আরো গিয়েছে বেলা
ফুরায়ে গিয়েছে আয়ু  আমার
সাঙ্গ হলো মোর খেলা ।।    
*******************************************************

জানোয়ারের গল্প   

আলোর সে পথ না জানি কত দূর
পেরোতে হবে কত বাধা কত পথ কত সমুদ্দূর ?
 বুকে আশা নানাশঙ্কা মনে জাগে কত ভয়
চলিতে পথে কে জানে কখন কি হয়!!
জঙ্গলের রাজত্বে এখানে সম্ভ্রম বাচানো দায়
নিলর্জ বেহায়ার দল সদা করিতেছে হায় হায়
আইন কানুন হেথা সবই হারায়েছে তার  গতিপথ
নিজের স্বার্থে কেবল ই সাজায় সুবিধাবাদীরা নানা মত
বুভুক্ষের দল নর মাংস লোভী তাদের পক্ষে  সব ই সম্ভব
অন্যের ধন কাড়িয়া তাহারা বাড়ায় বিত্ত বৈভব
যেন হরিন শাবক আমার মা সুস্বাদু লোভনীয়
যেনহিংস্র শকুনীর খাদ্য অতি সুদর্শনীয়
এত নারী লোভী,   কোথা ছিলো জানোয়ার
কখনো পিটিয়ে মারে,কখনো ছিন্ন করে দেহ আমার মা'র
মুখোশের আড়ালে থাকা গুটি কয়েক জানোয়ার
সহ্যের সীমার আজ সবটুকু করেছে পার
জেগে উঠো একে একে সব বাঙালী
জেগে ওঠো মানবতা মুছে ফেল সব  কলঙ্ক কালী ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন