বুধবার, ১৩ মে, ২০২০

অভিমান

দুঃখের দিনের বন্ধু আমি
সুখের দিনের নই।
একলা থাকার অসুখ আছে
একলা আমি রই।
যেদিন তুমি খুঁজবে আমায়
অনেক আপন ভেবে।
ততদিনে যাবে দেখো
জীবন প্রদীপ নিভে।।
ছোট্ট কথায় অনেক বেশি
কষ্ট হতে পারে।
কথার ভাজে বিষ যদি হয়
লাগবে গো অন্তরে।।
এই তুমি কী সেই তুমি
অনেক অচেনা।
সুখী তুমি ,আরো সুখী হও
রইলো কামনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন