বাংলা আমার মায়ের ভাষা
বাংলা নাড়ীর টান
বাংলা আমার মনের আশা
বাংলাতে গাই গান।।
বাংলা আমার ভোরের স্বপ্ন
বাংলাতে জাল বোনা
বাংলা হবে বিশ্ব সেরা
সেই আশাতে দিনগোনা।।
বাংলা মায়ের দামাল ছেলে
ছড়িয়েছে দুনিয়া ভর
নতূন বাংলাকে গড়তে হলে
বিশ্বকে জয় কর।।
একটু একটু এগিয়ে চলা
কাঙ্খিত পথে
মতভেদ থাকতেই পারে
সফল হতেই হবে......।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন