বুধবার, ১৩ মে, ২০২০

কবিতা ইঁচড়ে পাকা

গোল্লা গোল্লা গোল্লা
এত রসগোল্লা কেন রে তোর খাতায়?
ছেলে হেসে কয় বাবা, তোমার ছেলে খুব হাবা
তাইতো পেল এত রসগোল্লা, কত সস্তায়!!

এমন ধোলাই দেবো তোকে
বাপের নাম আর আনবিনা মুখে..।
হা হা হা লোকে তো করবে তোমারই বদনাম
কেমনে সইবে এ অধম তোমার অপমান।।

ঊফ!এবার তুই দূর হ অর্বাচীন ,মর্কট,মূর্খ..
এর থেকে ভালো গনগনে তপ্ত অর্ক 
অর্ক কী বাবা একটু বুঝিয়ে বল
হাতটা ছেড়োনা,প্লিজ এগিয়ে নিয়ে চলো।।

হলাম না হয় একটু একরোখা কিছুটা বোকা
তোমার কথায় অর্বাচীন,ইঁচড়ে পাকা..।।
বড্ড বেশী তোর কথার ফুলঝুরি
বাইরের লোকে শুনে বলবে আহা মরিমরি।।

কিন্তু তুই করবি কী অদূর ভবিষ্যতে
চটপটি বেঁচতে হবে খোলা রাস্তায় ফুটপাতে...
হা হা হা সেতো বাবা খুব মজা হবে...।
আমাকে সবাই ফুচকাওয়ালা কবে.।


ওরে বোকা যে কোন কাজ নয় ছোট অথবা বড়
সঠিক শিক্ষা শেষে তুমি নিজের পেশা ধরো।
আচ্ছা আমি তবে সঠিক শিক্ষা নেব,
তোমার শিক্ষায় শিক্ষিত হয়ে অনেক বড় হবো।।

দেখা যাক তোর জন্য কী করতে পারি,
বন্ধ কর এবার তোর কথার ফুলঝুরি।।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন