সোমবার, ১১ মে, ২০২০

কবিতাঃবৃষ্টির কাল

ঝিরঝিরে বৃষ্টি, গুমোট আকাশ।
হালকা কুয়াশায় মোড়া চতুর্পাশ।
একটানা টুপটাপ আওয়াজ ছাড়া, এমনিতে সুনসান…
বৃষ্টিটা থামতেই, বুনো শালিকেরা নেমে এলো খাবারের খোঁজে।
একটা শ্যামা সজনেগাছের ভাঙা ডালে বসে আছে অজানা অভিমান নিয়ে-
ঘাড়টা পিঠের খাঁজে গুঁজে দিয়ে।
কে জানে কি হয়েছে !
হঠাৎ কয়েকটা হিংসুটে কাক উড়ে এলো কোথা থেকে খাবারে ভাগ বসাতে।
শালিকেরা অপ্রস্তুত …..
ঠিক এসময় বেরসিক বৃষ্টি আবার জোরেশোরে নেমে এলো প্রকৃতিতে।
বৃষ্টিরা কি দুষ্টুমি করে ?
সবাই উড়ে গেল নিরাপদ আশ্রয়ে।
কারণ ততক্ষণে ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে।
একটা শালিক কেবলি খুটে খুটে খেয়েই চলেছে।
যেন আজন্মের ক্ষিদে তার পেটের ভিতরে……..

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন