কেউ না চাইলেও সময় বয়ে যায়…
গাছের বয়স্ক পাতারা ঝরে যায়।
দিন শেষে সূর্য অস্ত যায়…
গাছের বয়স্ক পাতারা ঝরে যায়।
দিন শেষে সূর্য অস্ত যায়…
আগের মতো এখন আর কারণে অকারণে
তীব্র প্রতিক্রিয়ায় দেখাতে ইচ্ছা করে না।
তীব্র প্রতিক্রিয়ায় দেখাতে ইচ্ছা করে না।
আপনজনের দেয়া অনেক ভারী কষ্টগুলো ও
কেন জানি এখন আর কষ্ট মনে হয়না।
কেন জানি এখন আর কষ্ট মনে হয়না।
অভিব্যক্তিগুলো থমকে গেছে
নিষ্পলক তাকিয়ে থাকতে বেশী ভালো লাগে ।
মনের কোনে কোথায় যেন স্থবিরতা
বাসা বেধেছে খুব করে….
নিষ্পলক তাকিয়ে থাকতে বেশী ভালো লাগে ।
মনের কোনে কোথায় যেন স্থবিরতা
বাসা বেধেছে খুব করে….
এখন জীবনের ভুলগুলো নিয়ে বড্ড
অনুশোচনা হয়……
অনুশোচনা হয়……
আজকাল কেবলি
আমার মনে হয়,
ঝরা পাতাদের মতো
ঝরে যাবার সময় এসে গেছে হয়তো..।
কেজানে ?
আমার মনে হয়,
ঝরা পাতাদের মতো
ঝরে যাবার সময় এসে গেছে হয়তো..।
কেজানে ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন