বুধবার, ১৩ মে, ২০২০

লুকানো প্রেম

ফুল দিয়ে ফুল নিলে
দিলে নাতো ভালোবাসা
সুন্দর একটা হাসি অন্তত
করেছিলাম আশা ।।
এমন গোমড়া মুখো আমি
প্রথম দেখলাম
তবুও কেন জানি তোমারই
 প্রেমেতে পড়লাম।।
সাধারণত যা হয়
মেয়ের মা হয় খুব রাগী
যুবক ছেলে মাত্র যেন
প্রেম বৈরাগী ।।
এক্ষেত্রে তোমার মা
কত ব্যতিক্রম
সেই সুযোগে একটু না হয়
করলে সীমা অতিক্রম।।
এটুকু আশা তো
করতেই পারি
হলাম না হয় তোমার
প্রেম ভিখারী ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন