শনিবার, ৯ মে, ২০২০

পরকালের জীবন তোর আসল ঠিকানা


পরকালের জীবন তোর আসল ঠিকানা
**********************************
রঙের ঘুড়ি ছিড়বে যেদিন,
করবি তখন কি?
আসলে পরে মৃত্যু সমন
উপায় রবে কি?
সময় থাকতে খুঁজে নে মন,
আপন পথের দিশা।
সময় গেলে হবেনা সাধন,
সামনে অমানিশা।
আল্লাহর নাম স্মরণ কর,
ওরে অবুঝ মন।
যখন তখন সাঙ্গ হবে,
তোর বিলাসী জীবন।
যতই তুই রঙ মাখিস,
যতই করিস পালিশ।
ঘুমাতে হবে ওই কবরে,
খাটবে না কোন নালিশ।
মৃত্যুর কথা বললে পরে
বড্ড গোস্সা তোর।
জানিস শুধু জেনে রাখিস,
শেষ ঠিকানা কবর।
সত্য কথনে গুসসা হবে,
দিবিরে তুই গালি।
নিজের পাপে নিজেরে তুই
করবি ফালি ফালি।
কার কি হবে যার পাপেতে
তারেই শুধু খাবে।
আল্লাহ আল্লাহ বলরে পাপী
আল্লাহই মুক্তি দেবে।
বারেবারে বলিসরে তুই
কি করেছি পাপ?
ফেরেশতারা শুনে হাসে,
দেয় অভিশাপ।
মানুষ মাত্রই পাপ তো আছে
জানা অজানা।
পরকালের জীবন তোর
আসল ঠিকানা।

Image may contain: possible text that says 'There is no God but Allah'

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন