বুধবার, ১৩ মে, ২০২০

প্রকৃতি ও প্রশ্ন

ফুল পেলো বলো কোথা থেকে 
এমন বাহারি রং?
প্রজাপ্রতির বা আসে কোথা থেকে
অমন বাহারি ঢং ?
পাখী গায় কি করে 
এমন মধুর সুর?
যার সংগীতে মুগ্ধ হৃদয়
মুগ্ধ মনের অচিনপুর ।।
রক্ত কমল কি করে ফোটে 
অমন কুৎসিত পঙ্কে?
নানা ব্যাঞ্জণে সমষ্টি কত
হিসাব মেলে না অঙ্কে।।
এমন রং বাহার এমন সুর
এমন হাওয়া বয়
চোখে দেখে দেখে হৃদয় জুড়ায়
মন যে মাতাল হয়।।
খেজুর কাষ্ঠ হতে যে রস নিঃসৃত
ফোটা ফোটা যায় ঝরে
সেই রস এত মিষ্টি ,অমৃত
হলো বল কি করে।?
গুন গুন গুন মৌমাছিদের
ফোটা ফোটা সপ্নে
কি করে বানায় অমন রসপূর্ণ মৌচাক,
মোমের জাল বুনে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন