বুধবার, ১৩ মে, ২০২০

মা ও খোকা

খোকনসোনা জানতে চায়

তার মায়ের কাছে ।

বই এর ভিতর ছবির পাশে

কী লেখা আছে ?

মা হেসে কয় ওরে পাগল,

অনেক তো হলো।

এবার তবে নিজে নিজেই

শিখতে হবে চলো।

ছেলে বলে, কেন মা ?

তুমি পড়ে শোনাও।

গানের সুরে কবিতা গুলো

গুনগুনিয়ে গাও।

মা বলে, নারে খোকন

থাকবো না আমি চিরকাল,

সব কাজ   নিজে শিখে

ধরতে হবে হাল ।

মানব জীবন স্বার্থে মোড়া

চলার পথ যে কঠিন ।

নিজে বুঝে নিজের মতো

করবে তাকে রঙিন । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন