সোমবার, ১১ মে, ২০২০

চন্দ্রাবতী

চন্দ্রাবতী অনেক তো হলো পেঁয়াজ পান্তা খাওয়া…
এবার তাহলে এসো জলে দেই ডুব।
দুষ্টু স্রোতে আব্রু হারালো যৌবন।
চকমকি পাথর তোমার ভালোবাসা।
রক্তমাখা ললাট তোমার বিমূর্ত চিত্র,
আমায় কেবলি উতলা সুখ দেয়।
চন্দ্রাবতী এসো তাহলে ভোরের শিশির ভেজা ঘাসে,
উছলে ওঠা যৌবনের প্রেম পরশে,
ভিনদেশী সুগন্ধ সৌরভে,
এসো দুজন জলকেলিতে ব্যস্ত সময় কাটাই।
ঠোঁটে ঠোঁট ৱেখে ভেজা পাখা দুটো ঝাপটাই…।
এসো অলীক সুখ স্বপ্নে মাতি এসো।
চন্দ্রাবতী রক্তের কাফনে মোড়া তোমার সারা শরীর!!!!
রাতঘুমের শেষে স্বপ্ন মাখা ভোরে,
দুঃস্বপ্নের এক ঘোর যে এসে লাগে……..।
ঘুমভাঙা এক তীব্র ঘামের ঘোরে ….
তোমায় শুধু হাতড়ে খুঁজে ফেরা।
আমি তোমার নিস্পাপ শরীরে কেবলি হাত বুলাই…
ভরসাস্থল হারাতে কখনো না চাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন