[১]
ষাঁড় বাবাজী বেজায় রাগী
নিঃশ্বাস ফেলে জোরে ।
লাল ছাতা দেখে রেগে
এলো তেড়ে ফুঁড়ে ।।
[২]
সিংহমশাই ব্যাপক তেজী
মাংস তার চাই ,
আস্ত রাজহংস দেবো তোমায়
মেরোনা আমায় ।
[৩]
ফুল বনে মালি নেই
ফুলগুলি একেলা
প্রজাপ্রতি আনমনে
করিছে খেলা।
[৪]
সাপ দেখে ভয় লাগে
সাপ ক্ষতিকর ।
সাপের চাইতে মূর্খ লোক
আরো ভয়ঙ্কর ।
[৫]
চাঁদ হাসছে জোছনা মেখে
আলো অফুরান ,
বাতাসের সুরে সুর
গেয়ে যায় গান ।
[৬]
আলস্য বিঘ্ন ঘটায়
সকল কাজের মাঝে ।
বোকারাই ব্যস্ত থাকে
নানান অকাজে ।
[৭]
বেলা শেষে পাখী গায়
হাসে প্রজাপ্রতি
সেই সুখে এসে গেলো
শীতের অতিথি।
[৮]
ঝড় এলো বাড়ি চলো
বজ্র পড়ে জোরে
যেতে হবে এক্ষুনি
আশ্রয়ের তরে ।
[৯]
বাঁশ বাগানের মাথার উপর
শুক্ল পক্ষের চাঁদ
মায়ের ভালোবাসা
সদাসর্বদা ই নিখাদ।
[১০]
সুখ দুঃখ দুই ভাই
আসে আর যায়
তাদের তরে এত মায়া
এই দুনিয়ায় ।
[১১]
দুর্ভিক্ষের কালে মরে লোক
খাদ্যের অভাবে ।
কুঁড়ে লোক পঁচে মরে
নিজ স্বভাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন