সোমবার, ১১ মে, ২০২০

কবিতাঃ পাগল

শহরের বুকে বিষণ্ন প্রহর,
উপরে নীল আকাশ।
ছেড়া কাপড়ে অতি মলিন,
জ্যান্ত ভুখা লাশ।
বাসি খাবার একটু পানি,
জোটেনি একটু তার।
মানুষ হয়ে মানুষের প্রতি,
এ কেমন ব্যবহার !!
তার চোখের আর্তনাদ গুলি,
দেখেনি কেউতো চেয়ে।
সহায়তার দুটি হাত,
কেউ দেয়নি বাড়িয়ে।
অবহেলায় আর অনাদরে
কাটছে তার জীবন।
স্বার্থের এই পৃথিবীটায়
কেউ হয়নি তার আপন !!!
কেউ কেউ তারে মারে ঢিল,
কেউ মারে ছুড়ে ইট।
কখনো কখনো কেটে যায় তার,
কালো নাঙ্গা পিঠ।
সবাই তারে দূর ছাই করে,
একটুতে করে আঘাত।
রাস্তার পাশে ঠাই হয় তার,
হোক দিন কি রাত !!
বিত্তবানেরা কুকুর পোষে,
খাতির যত্নের নাই শেষ।
তাদের জন্য কত আয়োজন,
কত উন্নত পরিবেশ!!
পশু প্রেম সেটা ভালো,
এই পাগলটাও তো মানুষ !!
যদি কোনদিন তোমার অবস্থা হয়,
এমন দোষে দোষ।
পশুপ্রেমে দেখাও তুমি,
সর্বোৎকৃষ্ট মানবতা।
পড়তে ব্যর্থ এই পাগলের চোখে
বিষণ্ন ভরা আকুলতা।
আরো কত অনিয়ম আর
পাপে ভরা এ সমাজ।
মানবতা সর্বত্র পদে পদে
ভূলুণ্ঠিত আজ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন