বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০

আমার অপ্রকাশিত কবিতা

সাধ
+++
তোমার অনলে জ্বলতে জ্বলতে
আমি হয়েছি অঙ্গার।
তোমার ভালোবাসা পাবার আশা
নিত্য হাহাকার।
আমার অভিমান দুঃখ ব্যথা
সব তোমায় ঘিরে।
আমার স্বপ্নগুলো হোঁচট খেলেও
ফিরে তোমারই দ্বারে।
এবার কি তবে হবে একটু সময়
আমায় ফিরে দেখার?
আমার কিন্তু খুব সাধ ছিলো
একান্ত তোমার হবার।



কে তুমি?
🤔🤔🤔
এ্যাই! তুমি মরিচীকা নাকি ভুল?
মাঝে মাঝে
মনে হয় পাশেই আছো,
অথচ তোমার দেখা নাই।
কেন রয়েছো অন্তরালে?
যখন বড় একাএকা লাগে।
সেইক্ষণে মনে হয় তুমি
আছো মনের মাঝে।
সামনে তো পাই না কখনো তোমারে!
কি কারণে এই লুকোচুরি ?
তুমি আলো নাকি আলেয়া?
মানবী নাকি অপ্সরী?
নাকি মায়াবন বিহারিণী?
কে তুমি?


জল ছুয়োনা জল ছুয়োনা কন্যা
জলে উঠবে ঢেউ।
তুমি বরং এলোচুলে
দাওগো ফুলের সাজ।
আঁকো সেথায় রং বাহারি
নানান কারুকাজ।
আচ্ছা তুমি এলে কি তবে
মেঘের ওপার থেকে?
শ্বেত শুভ্র বসন সাজে
লাগছে তেমনই দেখে।
************************

মা কেন নয় চোখের মণি
মা কেন নয় প্রিয়!
শেষ বয়সে মাকে কেন বলতে হয়,
একটু আশ্রয় দিও।
# মায়ের কষ্ট কাব্য ১
**************************
ডেকে ডেকে ফিরে গেছি
আমি কতবার।
এতোদিনেও হওয়া তো হলোনা
তোমার আপনার।
#বিরহ কাব্য ৩
****************************

আমার একমাত্র প্রেমিকা
+++++++++++++++
প্রিয়তমেষু,
আমার জন্য জমিয়ে রাখা তোমার যত
ভালোবাসার রঙ।
জানি সময়ের সাথে সাথে
গিয়েছে সব বদলে।
দিনে দিনে,
আমার সাথে তোমার যত স্মৃতি সব হয়েছে
জলছবি।
আমার সাথে তোমার সম্পর্কটা হয়তো
এখন তোমার কাছে রূপকথা মনে হয় ।
তুমি ভুলে থেকে,
রঙ বদল করে,
আমায় রূপকথা ভেবে,
ভালো থাকো।
তবে তাতেই আমি খুশি।
তুমি তো তুমিই নাকি? আমার এক মাত্র প্রেমিকা।

************************************************
সাতরং
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
তোমায় একটা গোলাপ চেয়েছিলাম দিতে ।
কিন্তু হঠাৎ মনে এলো দ্বিধা।
কি রং পছন্দ তোমার প্রিয়তমা?
লাল,কমলা,হলুদ, গোলাপি না অন্য কোন রং?
ভুল রঙে যদি তুমি ভুল বোঝ আমায়।
না হয় নাইবা দিলাম কোন ফুল উপহার।
তুমি শুধু মনের মধ্যে থেকো,
হয়ে সাতরং।
************************************************

রোদেলা সখি
🌷🌷🌷🌷🌷
রোদেলা সখি,ও রোদেলা সখি।
তুমি কি পারো?
মিষ্টি সুরে গাইতে, আমার কথা ভেবে?
পারো কি আঁকতে?
রংধনুর মতো ছবি,
মনের মাধুরি মিশিয়ে?
আচ্ছা,
তুমি কি পারো?
ভালোবেসে আমার একটি মূতি গড়তে হৃদ মাঝারে।
বলো না রোদেলা সখি,
তুমি কি পারো, আমায় নিয়ে একটা কবিতা লিখতে?
কবির কল্পনার রঙে?
জোছনা মেখে মেখে, মায়াবী কাঁপন তুলে, বুকের ক্যানভাসে?
কি হলো? বলো না রোদেলা সখি,
কেন চুপ থাকো?
তুমি কি পারো বৃষ্টি হয়ে ঝরঝর ঝরতে?
জলের কাপনে ছন্দ তুলে চলতে?
যদি পারো তবে এসো হাত ধরো।
আমায় নিষিক্ত করো তুমুল ভালোবেসে।
*************************************************************
সুখে থেকো প্রিয়তমা
+++++++++++++
শত অভিযোগ, শত অভিমান
জমা আছে বুকের অতল গহীনে।
বলিনি কখনো, বলার ইচ্ছাও হয়নি কাউকে।
কারণ এটাই ভালোবাসা।
নিজে কষ্ট পেয়েছি, তবু চেয়েছি তুমি ভালো থেকো।
সুখী হও তোমার মতো করে।
যেমনটা তুমি চেয়েছো।
কারণ এটাই ভালোবাসা।
পৃথিবীকে আমার বিপক্ষে দাড় করিয়ে,
হাস্যস্পদ বানিয়ে,
আমার বুকের প্রতিটি কোনকে করেছো রক্তাক্ত,আহত।
হেসেছো নিষ্ঠুর হাসি।
প্রিয়তমা তুমি মজা নিয়েছো।
জগতের কাছে আমাকে অপরাধী বানিয়েছো।
অপরাধী হিসাবে আমায় দেখতে তোমার এত সুখ!
আমার বিব্রত করে তোমার এতো আহ্লাদ!
তবে তাই হোক, তুমিই সুখী হও প্রিয়তমা।
নিজের বিবেকের কাছে কখনো রেখেছো কি প্রশ্ন?
কেন এই অবিচার আমার জন্য।
আমি ব্যথিত তোমার দেওয়া আঘাতে।
আমি ব্যথিত তোমার অন্যায় আচরণে।
আমি ব্যথিত তোমার নিষ্ঠুরতায়।
আমি ব্যথিত তোমার ব্যবহারে।
তবুও আমি একটুও পড়িনি ভেঙে।
তবুও আমি হারায়নি নিজের স্বকীয়তা।
তবুও আমি ভুলিনি আমার কর্তব্য বোধ।
আমি ভালো নেই প্রিয়তমা , তুমি ভালো থেকো।
এতটুকু ঘৃণা নেই তোমার প্রতি সেটুকু বিশ্বাস রেখো।
যদিও তুমি ছেড়েছো হাত মাঝ পথে,
ভুল অভিযোগে ভুল অভিমানে গিয়েছো সরে।
তবু তুমি ভালো থেকো,সুখে থেকো নিজের মতো করে। ******************************************************
প্রেমের কাটা হঠাৎ আমায় কর্কশ আওয়াজে
সজোরে ধরলো কামড়ে।
আকষ্মিক আহ্বানে আমি বিহ্বল।
সম্মিত ফিরে পেতেই দেখি সূর্য ম্রিয়মাণ।
বন বনানী রাত ঘুমের তদারকিতে ব্যস্ত।
দ্রুত দৃশ্যপট পরিবর্তিত গোধূলি বেলা।
পাখিরাও গান ভুলে নীড়ের পানে ছোটো
আঁধারের ঘনঘটা দেখে।
চাঁদ ওঠেনি ভুল করে হয়তো।
অমাবস্যা কি?
কি এক বিষ নেশায় যেন আমায় আচ্ছন্ন করে
ফেলল হঠাৎ।
নিজেকে মদিরা আসক্ত মনে হলো।
নিবিড় অন্ধকার।
ঘন ঘোর আধার।
আমি অধরে টের পেলুম তপ্ত নিশ্বাস।
আমার ঠোঁটে ঠোঁট।
হাতে হাত।
শরীরে শরীর।
আমি কি কারো স্পর্শে নিমজ্জিত হতে চলেছি,
অতল গহ্বরে?
কি হচ্ছে এসব?
কে তুমি?
#কে তুমি ৩
*************************************************
রঙতুলিতে আঁকবো কিছু,
যেই ছোঁয়ালাম তুলি।
অমনি ক্যানভাস জুড়ে শুধু তোমারই প্রতিচ্ছবি।
কি করে, কবে কবে যে মনটা জয় করেছো!
আঁকি বুকির অবয়ব দেখে চমকে উঠি আমি?
কে তুমি?
কবে থেকে রেখেছি তোমায় মনের মাঝে?
বেসেছি ভালো কি নিজের অজান্তে?
বলোতো, কে তুমি?
#কে তুমি ২
************************************************
দীঘির জ্বলে শাপলা ফোটে,চোখ জুড়ানো মন।
অচিন পাখীর মিষ্টি সুর মনটা যে উচাটন।
আবেশ ছুয়ে যায়,স্বপ্নেরই মায়ায়।
ব্যকুল হয়ে যাই,সুরের মদিরায়।
বাংলা আমার ভালোবাসা,বুকে রাখা দম।
চিরদিনই ভালোবাসি একটুও নয় কম।
জড়িয়ে আছে বাংলা আমার, মায়ের আঁচল জুড়ে।
স্বপ্নগুলো ধরা আছে , স্মৃতির আখরে।
হৃদয় কথা বলে,মনটা উড়ে চলে।
বাংলা মায়ের কোলে, আদর খাবো বলে।
ভুলিনি তোমায়, ভুলবোনা ওগো আমার স্বদেশ।
শিশির ভেজা, শ্যামল মাঠ, স্বপ্ন ভরাআবেশ।
ফিরে ফিরে চাই ,দূর্বা ঘাসের পাতায়।
মটরশুটির ফুলে ফুলে মন হারিয়ে যায়।
মনটা ছুয়ে যায়,স্বপ্নেরই ছোয়ায়।
ব্যকুল হয়ে যাই,সুরের মদিরায়।
#গীতি কবিতা ৩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন