বুধবার, ১৩ মে, ২০২০

ছন্দ কবিতা [২]

[১]
মাটির বুকে ঘুমন্ত বীজ
উদ্ভিদ হয়ে জাগে
ফুলে ফলে ভরা সাজসজ্জা
কত ই না অপরুপ লাগে।।
[২]
টুনটুনিটা দুষ্টু ভারি
এ ডালে ও ডালে বসে
সঙ্গীটি তার দেখেদেখি
ছুটে চলে পাশে পাশে।।
[৩]
ভোরের কালে পূব আকাশে 
রক্তরাঙা রবি
প্রকৃতির শোভায় মুগ্ধজন
হয়ে ওঠে কবি।।
[৪]
চাঁদ গায়ে জোছনা মেখে
শুধু শুধু হাসে
তার রূপের শোভা দেখে
ফুল কলি বিকাশে।।
[৫]
প্রখর রবির তীব্র দহনে
থরোথরো কাঁপে আকাশ
চাতক কেবলি চাহে মেঘ পানে 
ফেলে দীর্ঘশ্বাস।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন