আজকাল অফিস নেই বলে একটু বেলা করেই ঘুম থেকে উঠি।আলসেমি করি গড়াগড়ি দেই।কিন্তু সকাল হতেই গিন্নির চিল চিৎকারে আরামের ঘুম হঠাৎ করে হারাম হয়ে গেলো।
-হায়! হায়!! হায়!!! আমার সব শেষ।
আমি ধড়মড়িয়ে উঠে বললাম- কি শেষ?
-কিচ্ছু নেই? সব শেষ।
-কখন হলো?
-কি কখন হলো?
-চোর ঢুকলো কখন ?
-এর মধ্যে আবার চোর আসছে কোথা থেকে।
-আমি অসহায়ের মতো এদিক ওদিক তাকিয়ে বললাম,
তুমি না বললে সব শেষ।
- বলেছি তো তবে এর সাথে চোরের সম্পর্ক কি? আমি তো বলেছি বাজার সদাই সব শেষ।ও বুঝেছি ,আমি নাকি সারাক্ষণ ঘ্যান ঘ্যান করি। তুমি তো আবার ইদানিং সব কিছু সংক্ষিপ্ত করে বলতে বলছো তাই সংক্ষিপ্ত করে বললাম।
সংক্ষিপ্তের নমুনা শুনে তো আমার হার্টফেল করার মতো অবস্থা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন