মহাকালের নিয়মে একেকটি মানুষের বরাদ্দকৃত বেধে দেয়া সময়গুলো,
একদিন ফুরিয়ে যায়।
যে কোনো সুন্দর বা অসুন্দর মুহূর্তেরই….পরিসমাপ্তিও আছে।
চরম আবেগের মুহুর্তের, ছুঁয়ে থাকা স্পর্শের, ভিন্ন ভিন্ন নানা ব্যঞ্জনের অনুভূতি থাকে।
সেটা ভালো বা খারাপ হতে পারে।
বিবর্ণ মরীচিকার মতো না পাওয়া কিছুর জন্য, অন্তহীন অপেক্ষারও শেষ পরিণতি ঘটে।
……..হয়তো।
একদিন ফুরিয়ে যায়।
যে কোনো সুন্দর বা অসুন্দর মুহূর্তেরই….পরিসমাপ্তিও আছে।
চরম আবেগের মুহুর্তের, ছুঁয়ে থাকা স্পর্শের, ভিন্ন ভিন্ন নানা ব্যঞ্জনের অনুভূতি থাকে।
সেটা ভালো বা খারাপ হতে পারে।
বিবর্ণ মরীচিকার মতো না পাওয়া কিছুর জন্য, অন্তহীন অপেক্ষারও শেষ পরিণতি ঘটে।
……..হয়তো।
অনেক বসন্ত পরে হৃদয়ের খেরো খাতায় চাপা পড়ে থাকা,
শুকনো চ্যাপটা ঝরা ফুলের মতো কোন এক সময়ের –
উজ্জ্বল স্মৃতিগুলো, পৃষ্ঠা উল্টে পড়তে ভালো ই লাগে।
দীর্ঘশ্বাসের আতলান্তিকের মহাস্রোতে নিজেকে ইচ্ছাকৃত ভাসিয়ে দেয়া যায় অনায়াসে।
এটি অন্যরকম টক ঝাল মিষ্টি মিশ্রিত অনুভূতি বটে!!
যা সুখব্যঞ্জনাময়।
শুকনো চ্যাপটা ঝরা ফুলের মতো কোন এক সময়ের –
উজ্জ্বল স্মৃতিগুলো, পৃষ্ঠা উল্টে পড়তে ভালো ই লাগে।
দীর্ঘশ্বাসের আতলান্তিকের মহাস্রোতে নিজেকে ইচ্ছাকৃত ভাসিয়ে দেয়া যায় অনায়াসে।
এটি অন্যরকম টক ঝাল মিষ্টি মিশ্রিত অনুভূতি বটে!!
যা সুখব্যঞ্জনাময়।
অবাক চোখে নিজেকে ফিরে দেখার ভিন্ন রকমের উপলব্ধি ও বটে,
হৃদয়ের কলবের ভিতর থেকে ভালোলাগার অনুভূতি ছড়িয়ে যায় হঠাৎ করেই।
কতোটা বিবর্তিত হয়ে গেছি, কতটা ক্ষয়ে গেছি সময়ের সাথে সাথে…
অথবা দ্বৈতসত্তার মনস্তাত্ত্বিক যুদ্ধে হার জিতের খেলার ফলাফলের মতো কিছুটা…।
সেটার উত্তর হয়তো ভবিষ্যতই বলে দেবে!
যেখানে হৃদয়ের আনাড়ি রক্তক্ষরণ আসল মানুষটাকে
নিজের ই ছায়া বানিয়ে দেয় মনের আয়নায়।
যার সাক্ষী হয়ে থাকে এই জাগতিক জীবনের প্রতিটি কথা ও কাজ।
হৃদয়ের কলবের ভিতর থেকে ভালোলাগার অনুভূতি ছড়িয়ে যায় হঠাৎ করেই।
কতোটা বিবর্তিত হয়ে গেছি, কতটা ক্ষয়ে গেছি সময়ের সাথে সাথে…
অথবা দ্বৈতসত্তার মনস্তাত্ত্বিক যুদ্ধে হার জিতের খেলার ফলাফলের মতো কিছুটা…।
সেটার উত্তর হয়তো ভবিষ্যতই বলে দেবে!
যেখানে হৃদয়ের আনাড়ি রক্তক্ষরণ আসল মানুষটাকে
নিজের ই ছায়া বানিয়ে দেয় মনের আয়নায়।
যার সাক্ষী হয়ে থাকে এই জাগতিক জীবনের প্রতিটি কথা ও কাজ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন