বুধবার, ১৩ মে, ২০২০

অভিপ্রায়

তুমি আমি দুজন মানুষ
দুটি রকম বেশ
মতের অমিল থাকতেই পারে 
তাতেই কি সব শেষ।।
তোমার রুচি খোলা আকাশ
আমার বদ্ধ ঘর
যার যার বৈশিষ্ট্য 
তার নিজের অহংকার।।
তাই বলে কি প্রেম হবেনা
রইবে না কো সাথে?
দুজন বসে জোছনা দেখবো
ভরা পূর্ণিমার রাতে।।
মাঝ রাতে খুনসুটি আর
ভালোবাসার খেলা
হাজার রকম খুঁটিনাটি
প্রেম পরশের মেলা।।
তোমার ইচ্ছা বকের ঝাঁক
আকাশে ডানা মেলা
আমি কেবল বই পড়ি
কবি কবিতার খেলা।।
কবি লিখবে কবিতা আর 
পাখি গাইবে গান
তবেই তো তাতে বসবে সুর
তাল লয় তান।।
সব বুঝেও অবুঝ তুমি
আমার লক্ষীসোনা
আচ্ছা এরপর ও বলবে কি তুমি
নাগো...প্রেম হবে না?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন