সোমবার, ১১ মে, ২০২০

কবিতাঃঅভিযোগ

উতলা বর্ষায় প্রাকৃতিক কোমলতা কেড়ে নিচ্ছে খেটে খাওয়া মানুষের মুখের হাসি।
কয়েকদিন যাবৎ লাগাতার বৃষ্টি হচ্ছে।
বৃষ্টির প্রশ্রয়ে নদীসমূহের অশান্ত জলে তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট।
ভেসে যাচ্ছে ফসল নদী মাঠ, কৃষকের চাষ করা হাঁসের ঝাঁক।
বুড়ি দাদিমার পানের ডিব্বায় ভরা স্বপ্ন …….
বানভাসি মানুষের ঘরের চাল এখন কঠিন জমিনে রূপান্তরিত।
সঞ্চিত রসদগুলো ফুরিয়ে আসছে দ্রুত…..
কখনো কখনো গভীর ভালোবাসা গায়ে পড়া মনে হয়।
অন্যরা যেখানে ক্লাব, ক্যাসিনো, মদ, জুয়ায় ভরা জীবনটাকে ক্লান্তিকর মনে করছে।
নতুন কোন অভিজ্ঞতার খোঁজে তথাকথিত সোস্যাল মিডিয়ার এপাড়া ওপাড়ায় ঢুঁ মারছে।
অলীক সুখের আশায় যাকে বলে জাস্ট একটু রিলাক্সের-
আশায় বিবেক বোধ মানবিকতার ধার ধারতে চাইছে না।
তখন মরিয়মের বুকের দুধ শুকিয়ে গেছে কয়েকদিনের তীব্র ক্ষুধার কারণে।
সাতাশ দিনের কোলের শিশুটি এখন তীব্র স্বরে আর্তি জানাচ্ছে বিধাতার কাছে।
হে ঈশ্বর তোমার পৃথিবীতে এত বৈষম্য কেন ?
ঠিক তখনই বড়লোক বাবার একমাত্র কন্যা রাত ভোর পার্টি, ডিসকো, নাইট ক্লাব সেরে।
ঈশ্বরের কাছে সেও অভিযোগ করছে।
হে ঈশ্বর তোমার পৃথিবীতে এত বৈষম্য কেন ?
কোথায় গেলে একটু সুখ পাবো তুমি কি বলতে পারো ????!!!!!!!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন