বুধবার, ১৩ মে, ২০২০

সাঁঝ বেলার গান

দিগন্ত জোড়া অবাক করা 
বিমূর্ত চিত্র আঁকা 
আবির রঙে সন্ধ্যা বেলা
স্বপ্ন মেলে পাখা ।।
আকাশ পানে দল বেঁধে
বলাকারা যায় উড়ে
হাজার আলোর ঢেউ বয়ে যায়
মেঘ ফুঁড়ে ফুঁড়ে ।।
স্বপ্ন থেকে স্বপ্নের রেশ
সিঁড়ি  বেয়ে উঠে আসে
একই স্বপ্ন বয়ে যায়
ফুলকলির  নিঃশ্বাসে ।।
হাজার রঙের ছড়াছড়ি
আহ্লাদি হয়ে হাসে
সাঁঝ বেলাতে রঙের খেলা
প্রকৃতির ক্যানভাসে ।।
গুন গুন গান গায়
পথহারা অলি
বাড়ির খােঁজে পথ খুঁজে নেয়
দিনের স্বপ্নগুলি ।।
আবির মাখা মেঘগুলি
দেখতে সবিশেষ
বাঁশবাগানে পাখির কলরব
শুনতে লাগে বেশ।।
পাতার গানে ছন্দ তুলে
নেচে ওঠে ফুল
অনেক খুশিতে হাজার রকম 
বাতাস করে ভুল।।
সেই ভুলে হয় মুগ্ধ পাহাড়
মুুগ্ধ নীলাকাশ
গোধূলিবেলার শব্দগুলির
অদ্ভুত প্রকাশ ।।
কুল কুল বয়ে যায়
পাহাড়ি ঝরনা 
পূব আকাশে উঁকি †দয়
মায়াবী জােছনা ।।
কি হয়েছে কি যে হলো
এত খুশি কেন
ঝিঁঝিঁর ডাকে অন্যভাষায়
বুঝিয়ে দেয় যেন ।।



















কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন