বুধবার, ১৩ মে, ২০২০

আত্ম কথন

সত্যের উপলদ্ধি
প্রকৃত আত্ম কথন
দারিদ্রের মধ্যেই আছে
সুখী জীবন যাপন ।।
অনেক পাওয়ার মাঝে
শুধু চাই চাই
অনেক পেলেও তবু
ক্ষুধার  শেষ নাই ।।
জ্ঞান চক্ষু খােলেনি যার
সে তো প্রকৃত মানুষ নয়
দু’কলম লেখাপড়া জানা মানুূষ. . .
শিক্ষিত হলেই কি হয়?
নীতি আদর্শ শ্রদ্ধাবোধ
বয়োজ্যৈষ্ঠকে মান্য করা
অন্যের ব্যাথায় ব্যথিত হয়ে
দুস্থের হাত ধরা ।।
এসবই তাে ভালোমানুষের
পথের পাথেও
হাসাহাসি হবে জানি
শুনে যদিও।।
অন্যকে ছােট করা
নিজের ঢাক নিজে বাজানো,
নেই কােন আত্ন তৃপ্তি
ভোগ বিলাসে জীবন সাজানো।।
এজীবন নয় কেবলি 
নিজের তরে 
পর হিতে সার্থক কর 
মানব জীবনরে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন