বুধবার, ১৩ মে, ২০২০

ছন্দ কবিতা-১

[১]
ক্ষুদ্র ক্ষুদ্র পানি কণা
বাষ্প হয়ে উড়ে,
সুক্ষ্ণ ধুলি কণার আশ্রয়ে
 মেঘ সৃষ্টি করে।।
[২]
যা যারে প্রজাপতি
অনেক দূরে উড়ে
দিনের শেষে আপন দেশে
আসিস আবার ফিরে।।
[৩]
গঙ্গা ফড়িং গঙ্গা ফড়িং 
নেচে নেচে  চলে,
নেচে নেচে ঘাস লতাকে
মনের কথা বলে।।
[৪]
ব্যাঙ ডাকে ঘ্যাঙর ঘ্যাঙ
বৃষ্টি ভাঙে মাটি
গাছের ডালে ভিজছে বসে
ছোট্ট দু'টি পাখি।।
[৫]
ঘাস ফুল ঘাস ফুল
দোলাও কেন মাথা?
মনের আনন্দে রৌদ্রে ভিজে
বিকষিত কর পাতা?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন