মেখলা রূপসী ,
এমন প্রণয়ীকে বেছে নাও তুমি,
যে তীব্র আকর্ষিত হবে তোমার অতল উধদির প্রতি।
বেয়ে বেয়ে বয়ে যাবে সীমাহীন অসীমের দিকে....।
ভালোবাসায় থাকবে র্নিমল চাওয়া পাওয়া ।
আহা! প্রেম ভারে হবে তার মস্তক অবনতি।
শুধু তোমার প্রতি........
যে তোমাকে ভালোবাসবে স্রেফ তোমার জন্য
তোমাকে পাওয়া না পাওয়া সেখানে মুখ্য বিষয় নয় ,
তোমার রেশমী রেশমী তুলো সাদা নীরদ কিংবা ঘন বর্ষা কালো চঞ্চু ।
যাকে আকর্ষিত করবে কিন্তু অপমানিত নয়.......
এমন প্রণয়ীকে চাও তুমি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন