সোমবার, ১১ মে, ২০২০

কবিতাঃ জলডুব

টুপটুপ টুপটুপ
এসো খেলি জলডুব,
তুমি আমি মিলে।
চুপচুপ চুপচুপ,
কথা নয়, কথা নয়,
দেখা হবে সকালে ।
হায়হায় কি উপায় ?
বোঝাতে পারিনি তাই !
গেলে তুমি রেগে।
এসো তবে বসো দেখি,
কথা বলি মুখোমুখি,
মনের আবেগে।
ভালোবাসা প্রেম নয়,
কেন জানি মনে হয়,
কঠিন এ সময়!
যদি চাও কাছে পেতে,
কথা তোমায় হবে দিতে,
চোখের আয়নায়!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন