বুধবার, ১৩ মে, ২০২০

সাপুড়ে

সাপুড়ে সাপ লুডো খেলবে এসো।
অনেক ভেবে , তোমার জন্য বুকের সমস্ত ভালোবাসা
নিয়ে শুয়ে আছি।
সম্পূর্ণ রঙিন বিছানা,অজস্র সাপ, মই, ফাঁদ এবং
গুটি থরে থরে সাজানো । এসো.....
চৈত্রের এই খরতাপে,উচ্ছল ভরা কটালে এসো 
অবগাহন করো।।
অনল জ্বলছে দেহে ,প্রেমেরই অনলে পুড়বে এসো
খরখরে খরতাপে তুমি,এসো এসো।
সব সুখের শেষ ধাপে ছিলিক ছিলিক জল ঢেলে দেবে
এসো........।
সাপুড়ে এসো ,
সাপ লুডো খেলবে এসো........।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন