সোমবার, ১১ মে, ২০২০

হৈমন্তি রঙ

হেমন্তের হৈমন্তি রঙ,
বিস্তৃত চরাচরে।
নিস্তব্ধ প্রকৃতি জাগে,
পূর্ণ সরবে।
খোলা প্রান্তর শব্দহীন
স্তব্ধতা উদার।
চতুর্পাশে সোনালী ধানে,
দিগন্ত প্রসার।
নতুন ধানের শিষের দোলায়,
দুলে ওঠে মন।
হিমের ছোঁয়ায় শীতের পরশ,
মন যে উচাটন।
প্রভাতবেলার রবি কিরণের,
উষ্ণ কোমল তাপে।
উত্তুরে শীতল বাতাসে,
ফুলকলিরা কাঁপে।
পদ্মপাতার জল টলমল,
পদ্ম দেখে হাসে।
জল আয়নাতে রূপটি তাহার,
ঝলমলিয়ে হাসে।
নদীর কূলে জল থইথই,
কেয়াবনের ধারে।
রাখাল সেথায় বাজায় বাঁশি
আগমনির সুরে।
ঢাক কুর কুর ঢেঁকির পাড়ে,
বউ ঝি দের আহলাদে।
একমনতে ঢেঁকি যেন,
নানান সুর সাধে।
ঘরের চালে কুমড়ো গাছের,
হলদে কমলা ফুল।
বেড়াল ছানা তার মাঝেতে,
মিষ্টি তুলতুল।
একধারেতে উঠান মাঝে,
দাদীর হাতের পিঠে।
গরম গরম স্বাদে অমৃত,
খেতে বেজায় মিঠে।
হেমন্তের হৈমন্তি রঙে
প্রকৃতির নানা সাজে।
এমন করে হৃদয়ে মাঝে,
হাজার সুর বাজে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন