সোমবার, ১১ মে, ২০২০

বাঁকা চাঁদ[শিশুতোষ ছড়া]

ও বাঁকা চাঁদ ও বাঁকা চাঁদ,
আয়না খোকার বাড়ি।
তুই না এলে খোকন সোনা,
নেবে ঠিক আড়ি।
তোকে দেখে খোকন হাসে,
আদরে ডাকে মামা।
তুই কেন পরিসনি বলতো
একটা কোন জামা।
ও বাঁকা চাঁদ ও বাঁকা চাঁদ,
কতো ই না রূপ তোর।
তোর রূপের আলোক ছটায়
খোকন যে বিভোর।
বুঝিস কিছু?মনে তো হয়না?
কি যে তুই পাগল ।
তুই না এলে এবার খোকন
বাঁধাবে একটা গোল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন