শনিবার, ৯ মে, ২০২০

তবু তোমার বিষ স্পর্শ আমি পেতে চাই


তবু তোমার বিষ স্পর্শ আমি পেতে চাই
**********************************
তুমি কি আসবে?
আসবে আমার দ্বারে?
একটানে চলে এসো না গো।
আমি সত্যি আর পারছি না,
কত মানুষ তো নদী পথ সাঁতরে।
চোর পুলিশ খেলে ফিরে আসছে নাড়ীর টানে।
আমার আর ভালো লাগছে না এই একাকী বন্দী জীবন।
আমার আর পোষাচ্ছে না এই বিরহ জ্বালা।
আচ্ছা,
তুমি কি শুনছো আমার এ আহ্বান?
কান পেতে শোনো,
রাত্রির নৈশব্দে শুনতে পাবে আমার অভিমান।
তুমি কি বুঝতে পারছো আমার দুঃখ গুলো।
হৃদয়ে হাত রেখে দেখো অনুভব করবে।
তুমি তো দাওনি ফিরায়ে।
তুমি তো যাওসি সরে।
তবু কেন এই দুরত্ব?
কেন এই বিরহ?
তুমি তো কথা দিয়েছিলে,
থাকবে পাশে পাশে।
শত বাধা বিপদে।
তুমি কি রাখবে না সে কথা?
তুমি কি বোঝনা আমি তোমায় কতখনি ভালোবাসি প্রিয় ।
তুমি কি বোঝনা আমি কত আকুলতায়,
তোমার পাশে থাকতে চাই অবিরাম।
পৃথিবীর অসুখের অযুহাতেও আমি চাইনা।
আমি সত্যি চাই না ,তোমার থেকে দূরে থাকতে।
আসুক মরণ মরবো সহমরণে।
তবু তোমার বিষ স্পর্শ আমি পেতে চাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন