সোমবার, ১১ মে, ২০২০

প্রণয়লীলা

প্রিয়তমা, তুমি কি ঘুমিয়ে পড়েছো?
রতিক্লান্ত তোমায় খানিকটা ক্লান্ত দেখালেও,
ম্রিয়মাণ মোটেও নও।
তুমি আনমনে বাঁকা ঠোঁটে
একটুকরো হাসি ধরে রেখেছো পরম নিশ্চিন্তে।
চরম সুখের রেশ হিসেবে -তুমি ঘুমাও প্রিয়তমা,
সব সুখ বুকে নিয়ে ।
আমি শুধু চেয়ে দেখি তোমার প্রিয় মুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন