[ ১]
মা মাগো ,তোমায় ডাকতে ...
কি যে ভালো লাগে ।
মায়ের বিরহে বুকের ভিতর
কেবলি আভিমান জাগে।
[২]
মায়ের ভালোবাসাতে কখনো , হয়না কোন স্বার্থ।
সব ভালোবাসা মায়ের কাছে , একেবারে ব্যর্থ।
[৩]
যার মা আছে পৃথিবীতে সে সবচেয়ে বড় ধনী
মায়ের গর্বে গরবিনী মায়ের কাছে ঋনি।
[৪]
পৃথিবীতে যায় তো কেনা ,
অনেক অমূল্য ধন ।
যাবেনা তো কেনা ,
মায়ের তুল্য অমূল্য রতন।
[৫ ]
ছোট্ট বেলায় তোমার কোলে ছিলাম বড়ো সুখে
একটু খানি কাঁদলে পরে তুলে নিতে বুকে।
[৬]
আকাশ ভরা মেঘের খেলা
মেঘ ছুটে যায় দু..রে
মা নেই ,তবু মায়ের কথাই
আসে ঘুরে ফিরে।
[৭]
মা আমি তোমার সঙ্গে যাবো ,আমায় নিয়ে চলো।
তুমি চলে গেলে আমি কেমনে রব বিধাতাকে তুমি বল ।
[৮]
মা তুমি কথা বলো ,কোথাও যাবে না আর
আমি পারবোনা সইতে বেদনা তোমাকে হারাবার ।
[৯]
মা মাগো তুমি এখন কোথায় আছো ?
কেন আমায় ছেড়ে দুরে রয়েছো ?
জানোই তো মা তোমায় ছাড়া আমি একলা একা থাকি।
তোমায় ছাড়া দুনিয়াটা মিছে , সবকিছুতে ফাঁকি।
[১০]
মা যে আমার চোখের মণি , মা যে আমার প্রিয়।
ও বিধাতা মাকে তুমি এটুকু জানিয়ে দিয়ো।
[১১]
নামায পড়ে দোয়া করে এইটুকু ই তো চাওয়া
মকে তুমি ভালো রেখো আল্লাহ করছি তাই দোয়া।
[১২]
মা যে আমার শুয়ে আছে অন্ধকার কবরের মাঝ ।
কি যে হচ্ছে কেমন আছে কিছু ই জানি না যে।
মা মাগো ,তোমায় ডাকতে ...
কি যে ভালো লাগে ।
মায়ের বিরহে বুকের ভিতর
কেবলি আভিমান জাগে।
[২]
মায়ের ভালোবাসাতে কখনো , হয়না কোন স্বার্থ।
সব ভালোবাসা মায়ের কাছে , একেবারে ব্যর্থ।
[৩]
যার মা আছে পৃথিবীতে সে সবচেয়ে বড় ধনী
মায়ের গর্বে গরবিনী মায়ের কাছে ঋনি।
[৪]
পৃথিবীতে যায় তো কেনা ,
অনেক অমূল্য ধন ।
যাবেনা তো কেনা ,
মায়ের তুল্য অমূল্য রতন।
[৫ ]
ছোট্ট বেলায় তোমার কোলে ছিলাম বড়ো সুখে
একটু খানি কাঁদলে পরে তুলে নিতে বুকে।
[৬]
আকাশ ভরা মেঘের খেলা
মেঘ ছুটে যায় দু..রে
মা নেই ,তবু মায়ের কথাই
আসে ঘুরে ফিরে।
[৭]
মা আমি তোমার সঙ্গে যাবো ,আমায় নিয়ে চলো।
তুমি চলে গেলে আমি কেমনে রব বিধাতাকে তুমি বল ।
[৮]
মা তুমি কথা বলো ,কোথাও যাবে না আর
আমি পারবোনা সইতে বেদনা তোমাকে হারাবার ।
[৯]
মা মাগো তুমি এখন কোথায় আছো ?
কেন আমায় ছেড়ে দুরে রয়েছো ?
জানোই তো মা তোমায় ছাড়া আমি একলা একা থাকি।
তোমায় ছাড়া দুনিয়াটা মিছে , সবকিছুতে ফাঁকি।
[১০]
মা যে আমার চোখের মণি , মা যে আমার প্রিয়।
ও বিধাতা মাকে তুমি এটুকু জানিয়ে দিয়ো।
[১১]
নামায পড়ে দোয়া করে এইটুকু ই তো চাওয়া
মকে তুমি ভালো রেখো আল্লাহ করছি তাই দোয়া।
[১২]
মা যে আমার শুয়ে আছে অন্ধকার কবরের মাঝ ।
কি যে হচ্ছে কেমন আছে কিছু ই জানি না যে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন