শনিবার, ৯ মে, ২০২০

অপলাপ


জলে ভাসা পদ্ম নই আমি
জলে ভাসি না।
তোমার চোখে ভাসতে চাইলাম ,
তুমি তো দিলা না।
বুকের জ্বালা বুকে রইলো
ক্ষত রইলো অন্তরে।
ছিলো আশা বাঁধবো বাসা
তোমার বন্দরে।
সুখ নাই তো এই ভালে যখন
দুঃখটারেই সই।
তোমার দেয়া ব্যাথার পাহাড়
আপন করেই লই ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন