আয়না তোমার মিছেই বড়াই মিথ্যা অহংকার
অন্যের রূপে গরবিনী ,ধার করা অলংকার ।।
হাসলে আমি হাসো তুমি ভারী মজা তো
কাঁদলে আমি কাঁদো তুমি , দুষ্টু খুবই তো !
আমি যদি না থাকতাম তোমার কি হতো ?
শূণ্য বুকে তোমার রূপ, কেমন দেখাতো ?
আয়না তুমি বন্ধু হবে আমার আর নিজের সাথে
দুজন মিলে হাঁটবো না হয় ভরা জোছনার রাতে ।।
আয়না তুমি এমন কেন ?ছড়াও প্রতিবিম্ব ?
ধার করা রূপ নিয়েই বা তোমার কেন এত দম্ভ ?
কখনো কখনো আবার তুমি ঠুনকো অভিমানে
ছোট্ট আঘাতে ছড়িয়ে পড়ো রিক্ত ধরাধামে ।।
তারপরেও তোমার অনেক গুন সবচেয়ে আপন তুমি ।
তোমার ছায়ায় নিজের সকল হারায়ে খুঁজি আমি।।
রচনাকালঃ২১ শে আগস্ট, ২০১৯ সকাল ৯:৩৩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন