শনিবার, ৯ মে, ২০২০

নবান্ন



ডানা মেলে উড়ে চলে
নীল প্রজাপ্রতি ,
সাথে সাথে উড়ে চলে
তার সাথিটি ।
আসমানের সাদা মেঘ
হয়েছে উধাও।
হেমন্তের আগমনী
জয়ধ্বনি দাও।
ঝিকিমিকি ঘাস ফুল
জমানো শিশির।
বাতাসে পাকা ধান
দুলছে ধীর ।
রবিবাবু দিলো দেখা
নতুন প্রভাতে।
মুগ্ধতা ছড়িয়ে
সারা প্রকৃতিতে ।
কুলবধূ হেঁটে চলে
জল নিয়ে কাখে।
নব আনন্দে পাখী
ডাকছে শাখে ।
ধান কাটা হলো শুরু ,
ব্যস্ত কৃষাণী ।
শত কাজ তবু ও ,
হাসে মুখখানি।
ঢেঁকিরপাড়ের শব্দে
জেগে ওঠে পাড়া।
মাঠে ঘাট সব খানে
পড়ে গেছে সাড়া ।
উঠানে ধরায়ে উনুন
দাদী বানায় পিঠা ,
মহা সুখে খায় খুকু
বলে বেজায় মিঠা ।
এতকাজ এত হাসি
এত আনন্দ ।
চারপাশে ছড়ানো
ধানের গন্ধ।
রচনাকালঃ ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৫৯

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন