তিড়িং বিড়িং খোকন নাচে
হরেক তার বায়না,
দিতে হবে কিনে তাকে
জাদুকরী আয়না।
ভেবে ভেবে মা যে তার
হলো কুপোকাৎ,
বাবা বলে দেবো দেবো
পোহাক আগে রাত।
রাত নিশিথে খোকন সোনা
ঘুমিয়ে স্বপ্ন দেখে,
তেপান্তরের মাঠে এক
বক রাক্ষসী থাকে।
সকাল হতেই বায়না জুড়ে
মা কিনে দাও ঘোড়া,
রাজকুমারী বন্দী এখন
নেইকো সাহারা।
মা'তো পড়লো দারুণ ভাবনায়
ভেবে হলো সারা,
খোকার আজব বায়না নিয়ে
বেজায় দিশাহারা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন