শনিবার, ৯ মে, ২০২০

দুঃখ বিলাস



চাঁদের পাশে শুকতারাটি,আনমোনা আজ কেন ?
মেঘের ছায়ায় তারই অভিমান আছে লুকানো ।
পুব আকাশে হালকা মেঘের আঁকিবুকি খেলা,
অচিনগাছের পাতার ফাঁকে হাজার রঙের মেলা ।
ঝিরিঝিরি মাতাল হাওয়া বইছে শনশন,
নিঝুম রাতে একলা হতে চাইছে বড্ড মন ।
শুনশানশান নীরবতায় দীঘির রূপালী জল ।
বাতাসে এখন ঢেউয়ের খেলা ,নেইতো কোলাহল ।
ঝিঁঝিঁ ডাকে , ডাকে কোথাও রাত জাগা এক পাখি,
তাঁর বিরহে এখনও আমি একলা একা থাকি ।
বাতাসে সুর নুপূর বাজায় জোছনা মাখা হাতে ।
মন কেমন করা ভালো লাগা ,সুখ আছেগো তাতে ।
ঝিরিঝিরি ঝরে কুয়াশা আজি এ শারদ রাতে,
ঘাসের ডগায় শিশির বিন্দু, চিক ধরে জোছনাতে ।
ভাবছি বসে একলা আমি জোড়া দীঘির পাড়ে,
হেথায় আমি কোথায় তুমি , রয়েছো কত দূরে ।।
রচনা কালঃ১০ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:৪৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন