শনিবার, ৯ মে, ২০২০

কালবৈশাখী



আকাশ জুড়ে কালো মেঘ
ঘনিয়ে এলো ঘোর।
এই বুঝি ঝড় দাপটে
বাতাস বইবে জোর।
পাখ পাখালি ভয়ে কাঁপে
কাঁপে বনের ফুল।
ছোট্ট খুকি ছুটে চলে
পথ হারিয়ে ভুল।
শাল পিয়ালের গভীর বনে
মাতন হলো শুরু।
কালবৈশাখীর দাপটে খোকার
কুঁচকে ওঠে ভুরু।  
রচনাকালঃ০৯ ই মে, ২০২০ রাত ৮:১১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন