কোলা ব্যাঙের বিয়ে হবে
চলছে আয়োজন।
শত শত ব্যাঙ ব্যাঙাচি
পেলো নিমন্ত্রণ।
ব্যাঙ বাবাজী খুব তো রাজী,
বসলো বিয়ের পিঁড়িতে
ব্যাঙের ভাইটি হোঁচট খেলো,
নামতে গিয়ে সিড়িতে।
কনে ব্যাঙটি দেখতে দারুণ
গহনা আর লাল শাড়ীতে।
ব্যাঙের বাবা বড্ড খুশি,
হাত বুলাচ্ছে দাড়িতে।
মা ব্যাঙটি পরেছে দেখো
ছোটো খাটো টপ স্কার্ট,
এই পোষাকে তাকে নাকি
দেখায় দারুণ স্মার্ট।
সানাই বাজছে বাজছে ঢোল,
নাচছে সবাই তা ধিন তা।
কব্জি ডুবিয়ে খাবে সবাই
নেই তো কোন চিন্তা।
দারুণ হল্লা চিল্লা পাল্লা
চলল সারা দিন রাত্রি।
বাজি পটকা ফুটলো অনেক
নাচলো বিয়ের পাত্র পাত্রী।
আলো ঝলমল চারদিকেতে
আনন্দ খুশির উল্লাসে।
ব্যাঙ সমাজে খুশির আলো
ঝলমলিয়ে উঠলো হেসে।
সুখী হোক ব্যাঙ বাবাজী
সুখী হোক কনে ব্যাঙ।
মনের সুখে বর্ষার দিনে
করুক তারা ঘ্যাঙর ঘ্যাঙ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন