বৈশাখ মাসে ভর দুপুরে
দুলছে গাছে আম।
পাড়তে গিয়ে দুষ্টু খোকার
ছুটে গেল ঘাম।
এদিক চায় ওদিক চায়
এলো বুঝি কেউ।
ফাঁকা মাঠে গোলটি দেবে
মনে খুশির ঢেউ।
লক্ষ ভেদে নাজেহাল খোকা
আমের নাই দেখা।
মেজাজ গরম হলো বড়ই
যায় না ধরে রাখা।
ঠিক করলো উঠবে গাছে
যা হবার তা হবে।
কাঁচা আমের নাগাল ঠিকই
গাছে উঠলে পাবে।
আম ঝালাই খাবে ভেবে
জিভে এলো জল।
নুন,লঙ্কা, সরষে মাখা
রসে টলমল।
যেই ভাবা সেই কাজ
পড়লো উঠে গাছে।
চিকন ডালে পা বাড়াতে
পড়লো ধপাস নিচে।
ছুটে এলো প্রতিবেশি
আপন মানুষ যত।
খোকা ভয়ে কেঁদে দিলো
খেয়ে থতমত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন